Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১১:৩০

ঢাকা: এগারো দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় ধানমন্ডির জিগাতলা থেকে এ মিছিল শুরু হয়। শেষ হয় ঢাকা সিটি কলেজের সামনে এসে।

মিছিল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় তারা খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি চান।

১০/১৫ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসানসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

ছাত্রদল ধানমন্ডি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর