৩ দিন পর ভেসে উঠল নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ
১২ ডিসেম্বর ২০২৩ ১৩:১১
রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদরাসা ছাত্র তাহসিন (১২) মৃতদেহ ভেসে উঠেছে। তাহসিন কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়েছিল বলে দাবি মাদরাসা কর্তৃপক্ষের।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকায় নদীর পাড়ে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর আগে, গত শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকায় ডিঙি নৌকা থেকে নদীতে পড়ে যায় নিখোঁজ হয় শিশুটি।
জানা গেছে, মাদরাসা ছাত্র তাহসিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে। সে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল।
হেফজখানায় কর্তৃপক্ষ জানিয়েছিল, তাহসিন কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এদিকে, নদীতে ডুবে নিখোঁজের ঘটনার দিন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এবং রোববারও ঘটনাস্থলের আশেপাশে উদ্ধার অভিযান চালিয়ে ছিল কাপ্তাই নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যদিও তারা দুইদিনেও কোনো হদিস পাননি। আজ সকালে মৃতদেহটি ভেসে উঠেছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু কালাম জানান, স্থানীয়রা মৃতদেহটি চন্দ্রঘোনা এলাকায় পেয়েছেন এমন খবর জেনেছি। পুলিশ সেখানে যাচ্ছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এনএস