শুনানির তৃতীয় দিনে দুপুর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন ১৬ জন
১২ ডিসেম্বর ২০২৩ ১৪:০৩
ঢাকা: নির্বাচন কমিশনে শুনানির তৃতীয় দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টা পর্যন্ত ২৬ জনের আপিল শুনানি হয়েছে। এরমধ্যে ১৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া ১০ জনের আপিল নামঞ্জুর হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এ শুনানি অনুাষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রাথী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমার এক শতাংশ ভোটার তালিকা নিয়ে আপত্তি ছিল। বর্তমান এমপি প্রশাসনের সঙ্গে যোগসাজস করে এটি করেছে। কিন্তু আজ প্রার্থিতা ফিরে পেয়ে আমি ন্যায়বিচার পেয়েছি।’
নোয়াখালী-২ আসন থেকে কল্যাণ পার্টি মনোনীত প্রাথী ছিলেন ক্যাপ্টেন (অব.) গাজী সারোয়ার আলম। তার সম্পদ বিবরণী ও শিক্ষাগত সনদপত্র সত্যায়িত না থাকায় স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হয়ে যায়। তিনি বলেন, ‘আজ প্রার্থিতা ফিরে পেয়ে স্বস্তি পেলাম। আমি ঘড়ি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করবো।’
খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথীও প্রার্থিতা ফিরে পেয়ে আনন্দিত।
এছাড়া সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন, কুমিল্লা-১ আসনের মাওলানা নাসিসর উদ্দিন, ঢাকা-১৪ আসনের স্ততন্ত্র প্রার্থী জেড আই রাসেলসহ আরও অনেকেই শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এদিকে প্রার্থিতা ফিরে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী নোয়াখালী-৪ আসনের এস এম রহিমুল্লাহ। তিনি বলেন, ‘প্রস্তাবকের নামের জায়গায় প্রার্থীর নাম লেখা হয়েছে। বাকি স্বাক্ষর সব ঠিকঠাক ছিল। আমি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি, তারপরও দেওয়া হয়নি। এখন দলের নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
সারাবাংলা/জেজে/এমও