Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সুষ্ঠু হলে জাপা ক্ষমতায় যাবে: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৬:২৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৫

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এই আশ্বাসে আমরা ভোটে অংশ নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

তিনি বলেন, নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ। যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট আমরা পাব আশা করে নির্বাচনে এসেছি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তারা তাই করবে। আবারও আজ-কালকের মধ্যে আলোচনা হতে পারে। যোগাযোগ আছে আমাদের সঙ্গে।

তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদেরকে আমি বলে দিয়েছি সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

 

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

চুন্নু জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর