Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

সারাবাংলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩ ১৬:৪২

ঢাকা: লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ চুক্তিতে সই করেন।

গত রোববার (১০ ডিসেম্বর) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, করেসপনডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেনচার অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মো. জুলফিকার আলী চাকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

আইএফআইসি ব্যাংক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর