ঢাকা: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মন্তব্যে নির্বাচনী মাঠে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
চুন্নু বলেন, আসন ভাগাভাগি বা জোটের বিষয় আমাদের কোনো কার্যক্রম নেই। আমারা নিজেদের মত করে দলীয় সভা-সমাবেশ ও সাংগঠনিক কাঠামো মেনেই মনোনয়ন দিয়েছি। জাপা প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কথায় ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না।
তিনি বলেন, উনি (রওশন এরশাদ) প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলাপ করেছেন। সেটি তাদের বিষয়। এর সঙ্গে আমরা সম্পৃক্ত নই।
জাপা মহাসচিব বলেন, সরে যাওয়ার জন্য নয় আমরা নির্বাচন করার জন্যই নির্বাচনে এসেছি। কেউ যদি বিশ্বাস না করেন সেটি তাদের বিষয়। আমরা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নে নেই।
তিনি বলেন, আমরা রওশন এরশাদ, সাদ এরশাদ এবং আরেকজনের মনোনয়নপত্র দেওয়ার জন্য শেষ দিন রাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম। এতে প্রমাণ হয় আমরা সৎ মনোভাব নিয়ে কাজ করছি।
চুন্নু বলেন, ক্যু করে জিএম কাদের চেয়ারম্যান হয়েছে। একথা ঠিক নয়। কারণ ২০১৯ সালে কাউন্সলের মাধ্যমে গোলাম মোহাম্মদ কাদের জাপা চেয়ারম্যান হয়েছেন। ক্যু করা অর্থ কি? কাউকে সরিয়ে দিয়ে সেই পদে যাওয়া। এখানেতো তা হয়নি।
তিনি বলেন, দেশে বিদেশি হস্তক্ষেপ আমরা চাই না। তবে তারা (পশ্চিমারা) যে কথা বলছেন তা দেশের জনগণের কথা। আমাদেরও কথা।