মানিকগঞ্জ: জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান সজিবকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গোস্তা-মানতা এলাকা দিয়ে অটোরিকশা যোগে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, চলমান অবরোধে তাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। সে কারণে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতার করা জেলা ছাত্রদলের দুই নেতাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।