Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপা নির্বাচন থেকে সরে যাবে— এই মুহূর্তে বিবেচনায় আনতে পারি না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২১:০০

ঢাকা: জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে এমন শঙ্কার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বয়কট, ওয়াকআউট— এইসব বিষয় পার্লামেন্ট ডেমোক্রেসিতে আছে। এই মুহূর্তে কি করে বলব, তারা চলে যাবে! আশঙ্কা আছে, আমাদের দলের অনেকেরই শঙ্কা আছে। দেশের জনগণের মাঝেও এটা নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু এটা চূড়ান্ত বলে আমরা এই মুহূর্তে বিবেচনায় আনতে পারি না।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলের দফতর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি আগামী নির্বাচন থেকে সরে যেতে পারে, এটা কি আওয়ামী লীগের মধ্যে শঙ্কা আছে কি না? এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম কথা হচ্ছে রওশন এরশাদ এখনও বিরোধদলীয় নেতা। কারণ, আমাদের পার্লামেন্ট সুপ্ত আছে, ঘুমন্ত আছে। এটা কিন্তু ভেঙে দেওয়া হয়নি। সেই হিসেবে বিরোধী দলের নেতা সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন।’

তিনি আরও বলেন, ‘এখন তিনি তার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ তার ক্ষোভের কথা জানাতে পারেন এবং তার সঙ্গে যারা নেই তাদের বিরুদ্ধে তিনি বলতে পারেন। জাতীয় পার্টির সঙ্গে আমাদের কোনো এলায়েন্স থাকবে না, বা আমরা ইলেকশন করব না— এ রকম কোনো সিদ্ধান্ত আমাদের নেত্রী এখনও জানাননি। কাজেই এ ব্যাপারে শেষ কথা বলা বলতে পারছি না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নেত্রী আনুষ্ঠানিক কেবিনেট মিটিংয়ে এ কথা বলেননি। গতকাল আমি মিটিংয়ে ছিলাম না। কাজেই সরাসরি বিষয়টি শুনিনি। নেত্রীর বরাত দিয়ে দুয়েকটা কাগজে নিউজ এসেছে। এই অবস্থায় আমি মনে করি নেত্রী কোনো গাইডলাইন দিলে আমরা তো সেটা পালন করব। সেটা আমরা ফলো করব। কিন্তু তিনি আমাদের সিদ্ধান্ত দেওয়ার আগে আমরা তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব। ডেমোক্রেটিক নির্বাচনে বয়কট, ওয়াকআউট— এইসব বিষয় পার্লামেন্ট ডেমোক্রেসিতে আছে। এখন কী হবে, তা এই মুহূর্তে বলতে পারছি না? হলে হতেও পারে! এখন এই মুহূর্তে কি করে বলব তারা চলে যাবে?’

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং দফতর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলের দফতর সম্পাদক এবং দফতর বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান। সভায় দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং ওবায়দুল কাদেরকে সদস্য সচিব রেখে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে কাজী জাফর উল্লাহকে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা জন্য দলের পক্ষ থেকে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর