Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩৬

ঢাকা: ঋণ খেলাপির দায়ে যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে এনামুল হক বাবুল জানিয়েছেন, তিনি হাইকোর্টে এ বিষয়ে আপিল করবেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বিএনএম’র প্রার্থী সুকৃতি কুমার মন্ডলের করা আপিলের রায়ে এই প্রার্থিতা বাতিল করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ দিনের মতো এই শুনানি।

আওয়ামী লীগ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আপিলকারী সুকৃতি কুমার মন্ডল সারাবাংলাকে বলেন, ‘নৌকার মনোনয়ন পাওয়া বাবুল একজন ঋণ খেলাপি। তিনি হলফনামায় এ তথ্য গোপন করেছেন। জনতা ব্যাংকে তার ২১ কোটি ৭২ লাখ টাকা ঋণ আছে। ২০১৮ সালে এ নিয়ে একটি মামলাও হয়েছে। আগামী ৪ জানুয়ারি তার মামলায় হাজিরার তারিখ নির্ধারিত। আমি জেলা নির্বাচন কমিশন অফিসে এসব বিষয় জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি রিপোর্ট বন্ধ থাকায় ঋণ খেলাপির তথ্য পাওয়া যাচ্ছিল না। ফলে তারা বাবুলের প্রার্থিতা বহাল রেখেছিল। আজ রায়ে ওনার প্রার্থিতা বাতিল হওয়ায় আমি ন্যায়বিচার পেয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি নিজে বিএনএম’র প্রার্থী। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আশা করছি শেষ পর্যন্ত আমি ভোটের মাঠে থাকবো।’

এদিকে প্রার্থিতা বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এনামুল হক বাবুল। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি আমি হাইকোর্টে আপিল করবো।’

সারাবাংলা/জেজে/এমও

আওয়ামী লীগ টপ নিউজ প্রার্থিতা বাতিল যশোর-৪ আসন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর