Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িতে আগুন দিলে পদোন্নতি হয়: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৯

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লন্ডন থেকে ওয়ার্ড পর্যায়ে গাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়া হয় এবং সে দৃশ্যের ভিডিও ধারণ করে পাঠাতে হয়। আর এই কাজ করার জন্য দলের নেতা কর্মীরা পদোন্নতি পান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে করে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এমন কর্মকাণ্ড কেবল সন্ত্রাসীরাই করতে পারে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চিরদিনের জন্য বন্ধ করা উচিত এবং আমরা তা বন্ধ করতে বদ্ধ পরিকর।

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। সকল রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই সংখ্যা বলে দিচ্ছে বেশির ভাগ দল অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচন প্রতিহত করতে ক্রমাগত ভাবে গুপ্তস্থান থেকে অবরোধের ডাক দেওয়া হচ্ছে। বিএনপি যে অবরোধের ডাক দিয়েছে তাতে দেশের মানুষের সারা নেই। বরং তাদের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে। সেই স্বাভাবিক জীবন যাপন ব্যহত করতে গত ২৮ অক্টোবর থেকে গণ পরিবহনে আগন দেওয়া হচ্ছে, ভাঙ্চুর করছে, হত্যা করছে। বুধবার রাতেও গাজীপুরে লাইন কেটে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বিএনপির তথাকথিত অবরোধ ডাক দেওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৫০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এতে সাতজন মানুষ মারা গেছেন। বুধবার ট্রেনে মারা গেলো একজন।’

গাড়িতে আগুন দেওয়া কোনো ধরনের রাজনীতি? প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এমন রাজনীতির নজির নেই। এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমরা তা বন্ধ করতে বদ্ধ পরিকর। সে জন্য আপনাদের সহযোগীতা চাই।’

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর এক্টিভিটি উল্লেখ করে বলেন, ‘তাকে কখনো মধ্যরাতে, কখনো ভোররাতে কয়েকজনকে নিয়ে মিছিল করতে দেখা যায়। কোথা থেকে উদয় হোন আবার মিলিয়ে যান। ঠিক যেন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের মতো। তারা যা করছে তা কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়, এসব কর্মকাণ্ড দেশ বিরোধী, জন বিরোধি। তাদের কর্মকাণ্ড হিংস্র হায়ানোকে হার মানিয়েছে।’

বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে, রিজভীকে কেন করা হচ্ছে না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার মতো অনেকেই তো পালিয়ে আছে। খুঁজে পেলে তো গ্রেফতার করা হবেই।’

সারাবাংলা/জেআর/ইআ

তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর