Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৩

ঢাকা: বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা মিছিল-সমাবেশ করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে কয়েকশ আইনজীবী এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক জোট ঘোষিত অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করে। এরপর শিক্ষা ভবন, জাতীয় ঈদগাহ ময়দান, কদম ফোয়ারা পার হয়ে বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে তা শেষ হয়।

সমাবেশ থেকে আইনজীবীরা অবিলম্বে প্রধানমন্ত্রী পদত্যাগ ও নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবি জানান। এ সময় অবরোধের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেন।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কনভেনর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে। আইনজীবীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে পারে না। তিনি বলেন, আমরা নির্বাচনের বিপক্ষে নই, নির্বাচনের পক্ষে। তবে আমরা বিশ্বাস করি সেই নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তামাশার নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।

বিজ্ঞাপন

অবরোধের সমর্থনে মিছিলে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, শাহ আহমেদ বাদল, আবেদ রাজা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম মন্টু, আইনজীবী মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবসহ অনান্যরা।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর