বগুড়ায় ঘর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৫২
বগুড়া: জেলার শিবগঞ্জ উপজেলায় মো. রুবেল মোল্লা (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পর থেকে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে রুবেলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আজ সকাল ৮টার দিকে ঘটনাটি জানাজনি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সিমা বেগমকে থানায় নেওয়া হয়েছে।
নিহতের স্ত্রী সিমা বেগম বলেন, ‘আমি পার্শ্ববর্তী আমার বাবার বাড়িতে বসবাস করি। পারিবারিক কলহের কারণে স্বামীর বাড়িতে থাকি না। আমাদের ১২ বছর হলো বিয়ে হয়েছে। একবছর আগে ডির্ভোস হয়েছিল, তার তিন মাস পর আবার বিয়ে হয়েছে। গতরাত ১১টার দিকে আমার মায়ের বাড়িতে রুবেল খাওয়া-দাওয়া করে সকালে ডেকে দেওয়ার কথা বলে তার বাড়িতে চলে যায়। সকালে স্বামীকে ডেকে কোনো সাড়া না পেয়ে মই দিয়ে বাড়িতে প্রবেশ করে স্বামীর মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার দেই।’
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গত ১২ বছর পুর্বে একই গ্রামের সুলতানের কন্যা শিমা বেগম (২৩) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ৮ বছরের সোয়াদ নামের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের স্ত্রী কয়েক বছর যাবৎ পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে বিবাদ লেগেই থাকত।
নিহত রুবেলের বড় ভাই রজ্জব আলী জানান, রুবেলের স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরায় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পরকিয়া প্রেমিকের কথামত ভাড়াটিয়া লোকজন দ্বারা আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমার ভাইয়ের বাড়িতে রাতভর উচ্চস্বরে গান বেজে ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেলকে হত্যা করে লাশ শোবার ঘরে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে লাশের বাম হাতে অনেক কয়টি আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সারাবাংলা/এএইচএম/এনএস