Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিডিপি প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি নির্বাচন: এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৩০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫৮

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জিডিপি প্রবৃদ্ধির প্রধান ঝুঁকি বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলেছে, জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তায় কমতে পারে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। তবে এই সময় কমতে পারে মূল্যস্ফীতি।

বুধবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ডিসেম্বর-২০২৩ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, প্রধান রফতানি বাজারে অর্থনৈতিক মন্দা, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এবং অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধি কমতে পারে। তবে প্রবৃদ্ধির হার কমে কত শতাংশে দাঁড়াতে পারে এমন তথ্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের শেষ দিকে কমতে পারে দেশের মূল্যষ্ফীতি। তবে অনেক প্রচেষ্টার পরও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মূল্যষ্ফীতির মাসিক হার দুই অংকের কাছাকাছি ছিল। পরবর্তী সময়ে ক্রমাগত সংকোচন মূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক বিনিময় হার সুরক্ষার ব্যবস্থা নেওয়া এবং বৈশ্বিক পণ্য মূল্য কমার কারণে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। এর প্রভাব অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এডিবির বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার বলেন, ‘এবার সচেতনভাবেই কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। কেননা তথ্য-উপাত্তের ঘাটতিসহ কারিগরি কিছু বিষয় রয়েছে। তাই কোনো সংখ্যা দেওয়া সম্ভব হয়নি।’

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিবি জিডিপি প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর