Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ প্রার্থীর সভার কার্যক্রম বন্ধ করল প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২১:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীর বাড়ির উঠোনে দলীয় একটি সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামে এ সভা হওয়ার কথা ছিল। সভায় নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থাকার কথা ছিল।

খবর পেয়ে বাঁশখালী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী সেখানে গিয়ে সভার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গত দু’বারের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে এবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

বাঁশখালীর সহকারি কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী সারাবাংলাকে বলেন, ‘প্রার্থীর বাড়ির আঙিনায় সভার আয়োজন করা হয়েছিল। শ’খানেক লোক জড়ো হয়েছিল। আমরা সেখানে গেলে উনারা এটাকে বিজয় দিবসের আলোচনা সভা বলে দাবি করেন। কিন্তু সেখানে ব্যানারে এমন কিছু লেখা ছিল না।’

‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সেটি নির্বাচনী কর্মীসভা হিসেবেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে এভাবে সভা করা আচরণবিধির লঙ্ঘন। এজন্য সভার কার্যক্রম বন্ধ করে সবাইকে চলে যাবার নির্দেশ দেয়া হয়। পরে সবাই চলে যান।’

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর