Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ০৯:১৬

চাঁপাইনাবগঞ্জ: জেলায় প্রায় সাড়ে ৪ হাজার বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এসব পেঁয়াজ বাজারে উঠবে। জেলায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা।

জেলায় কৃষকদের পেঁয়াজ চাষে প্রণোদনা দিয়েছে সরকার। তাই এবার আবাদে খরচ অপেক্ষাকৃত কম হওয়া বেশি লাভের আশা করেছেন তারা। জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জেলার রামচন্দ্রপুর গ্রামের পেঁয়াজ চাষি আতাউর রহমান বলেন, ‘পেঁয়াজ চাষের জন্য স্থানীয় কৃষি বিভাগ থেকে আমরা প্রণোদনা পেয়েছি। প্রতি বিঘা জমির জন্য ভারতীয় এন-৫৩ জাতের বীজ, সার-কীটনাশক ও ২ হাজার ৮০০ টাকা দেওয়া হয়েছে। এতে পেঁয়াজ চাষে খরচ কম হয়েছে। পেঁয়াজ কয়েকটি উঠিয়ে দেখেছি, ভালো ফলনও হয়েছে। আশা করছি এবার লাভবান হবো।’

শিবগঞ্জ উপজেলার কৃষক আসাদুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের ভালো ফলন হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে সব পেঁয়াজ ঘরে তুলে বিক্রি করব। কিছু পর্যায়ক্রমে উঠানো হচ্ছে। এক বিঘায় প্রায় ১০০ মণ ফলন হয়েছে। এগুলো ৩ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি।’

তিনি বলেন, ‘সবগুলো পেঁয়াজ উঠিয়ে বিক্রি করার মতো হয়নি। তবে কিছু পেঁয়াজ উঠিয়েছি। পেঁয়াজের আকারও হয়েছে বেশ বড়। একেকটির ওজন ২০০-৩০০ গ্রাম। এক বিঘায় ফলন ১১০ থেকে ১২০ মণ হবে বলে আশা করছি।’

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পলাশ সরকার বলেন, জেলায় ৩ দফায় সাড়ে ৪ হাজার কৃষককে প্রণোদনা দিয়ে সাড়ে ৪ হাজার বিঘা জমিতে ভারতীয় এন-৫ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করানো হয়েছে। এবার পেঁয়াজের ফলন খুবই ভালো। এতে পেঁয়াজ চাষিদের মুখে হাসি ফুটছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

চাঁপাইনবাবগঞ্জ পেঁয়াজ পেঁয়াজ চাষ পেঁয়াজের বাম্পার ফলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর