।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাকা: শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে স্কুল-কলেজের পাঠ্যক্রমের প্রতিটি পর্যায়ে কারিগরি ট্রেড যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়ে সেগুলো বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে যারা বিদেশে কাজ করতে যায়, তারা খুব বেশি দক্ষ নয়। সে কারণে মানুষ বেশি হলেও আমাদের রেমিটেন্স কম। আবার দেশেও উচ্চশিক্ষা নেওয়ার পরও তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। তাই স্কুল-কলেজের প্রতিটি পর্যায়েই কারিগরি শিক্ষার কোনো একটি ট্রেড চালু করতে হবে, যেন ছেলেমেয়েরা শিক্ষাজীবন শেষে করে বেকার না থাকে।’
রোববার (২০ মে) সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি গবেষণা বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের যৌথ গবেষণায় লেখা বইটির নাম ‘বিল্ড স্কিল বাংলাদেশ ফর এমারজিং বাংলাদেশ অ্যাজ ডেভেলপড ন্যাশন’।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হয়, তেমন গুরুত্ব দেওয়া হয় না। মানুষ কারিগরি শিক্ষাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সরকার কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এর জন্য বেসরকারিভাবেও উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানের শুরুতেই গবেষণা বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুর রফিকের নেতৃত্বে গবেষণাটি চালানো হয়েছে।
অনুষ্ঠানে গবেষণা বইটির সার-সংক্ষেপ উপস্থাপন করেন যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ। তিনি জানান, বইয়ে দক্ষ শ্রমশক্তি বাড়ানোর জন্য বেশকিছু সুপারিশ করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমএইচ/টিআর