Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ করেসপেন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। তারা বাংলাদেশের শ্রম পরিস্থিতিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন।

যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে শ্রম দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত ও মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকতে এবং অংশীদারদের উদ্বেগ বুঝতে ও নিরসনে সম্মত হন।

রাষ্ট্রদূত ইমরান একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) সেলিম রেজা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর