Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআইএমসি বাংলাদেশ: ইহসানুল করিম সভাপতি, সম্পাদক জাহিদ নেওয়াজ খান


২০ মে ২০১৮ ১৭:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে সভাপতি এবং চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইন পোর্টালের সম্পাদক জাহিদ নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গঠন করা হয়েছে।

যারা ১৯৭৮ সাল থেকে নয়াদিল্লির আইআইএমসি’র ফেলো ছিলেন তাদের নিয়েই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। ইহসানুল করিম আইআইএমসি’র প্রথম বাংলাদেশি ফেলো (১৯৭৮-৭৯) এবং জাহিদ নেওয়াজ খান ফেলোশিপ করেছেন ২০০০ সালে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের নির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া (সম্পাদক, ডেইলি বাংলাদেশ নিউজ) ও মু. রহমত আলী (ন্যাশনাল কনসালট্যান্ট, ওয়ার্ল্ড ব্যাংক), যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি (যুগ্ম বার্তা সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ রঞ্জন সেন (বার্তা সম্পাদক, একুশে টিভি) এবং সদস্য নজরুল ইসলাম মিঠু (বাংলাদেশ প্রতিনিধি, ডিপিএ), ওয়ারেস হোসেন (সিনিয়র সহকারী সচিব, জাতীয় সংসদ সচিবালয়) এবং নাজনীন আখতার তন্বী (সিনিয়র সহ-সম্পাদক, প্রথম আলো)।

ভারতের তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৬৭ সালের ১৭ আগস্ট গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান আইআইএমসি প্রতিষ্ঠা করেন। দিল্লির বাইরে প্রতিষ্ঠানটির আরও ৫টি কেন্দ্র রয়েছে ধেনকানাল (উরিষ্যা), আইজল (মিজোরাম), অমরাবতী (মহারাষ্ট্র), জম্মু (জম্মু ও কাশ্মির) এবং কোট্টায়াম (কেরালা)। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা আইআইএমসিতে ফেলো হিসেবে বিভিন্ন কোর্সে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর