Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে অংশ না নিতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:১৬

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। হুমকি দাতারা জিএম কাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলেছে। ভোটে অংশ নিলে তার এবং তার পরিবার ও আত্মীয় স্বজনেরও প্রাণনাশ করা হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এরপর জিএম কাদেরর ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নান তার পক্ষ থেকে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পরদিন ১৪ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয় তিনি যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরেও যদি তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর তিনি ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

জাপা জি এম কাদের জিডি টপ নিউজ নির্বাচন হুমকি

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর