Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টঙ্গীর পূর্ব থানাধীন ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৪৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫)।

বিজ্ঞাপন

তারা টঙ্গীর ফকির মার্কেট এলাকার আইএফএল নামক পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকালে কারখানার নির্মাণাধীন ভবনের নিচতলায় একটি লোহার রডে জাতীয় পতাকা বাঁধতে যায় ওই দুই নিরাপত্তা কর্মী। এ সময় অসাবধানতাবসত লোহার রডটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে আইএফএল পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/পিটিএম

উত্তোলন নিহত ২ পতাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর