Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে পর্যটকের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪

বাগেরহাট: দুই দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সুন্দরবনে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেছেন। এদিন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় ২ হাজার পর্যটক এসেছেন।

এর আগে, গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) এ কেন্দ্রে পর্যটক এসেছিলো প্রায় দেড় হাজার। চলতি মাসের মধ্যে শুক্র ও শনিবার এই দু’দিনেই সবচেয়ে বেশি পর্যটক আসেন করমজলে। মাসের বিগত দিনগুলোতে করমজলে পর্যটকদের আগমনের সংখ্যা ছিলো গড়ে প্রায় ৩০০ এর মতো।

করমজলে দর্শনার্থীদের উপভোগের জন্য রয়েছে দীর্ঘ ফুট টেইলর, সুউচ্চ ওয়াচ টাওয়ার, কুমির ও কচ্ছপের প্রজনন কেন্দ্র। রয়েছে সংরক্ষিত বনের মায়াবী হরিণ ও বানর। বনের বৃক্ষরাজির পরিচিতি জানতে গাছের গায়েও লিখে রাখা হয়েছে নাম।

 

 

এছাড়া রয়েছে একটি যাদুঘরও। যেখানে সংরক্ষিত রয়েছে বনের বাঘ, হরিণ, কুমিরসহ বিভিন্ন প্রাণীর কংকাল ও মমি করে রাখা নানা ধরণের বন্যপ্রাণী।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি হওয়াতে করমজলেই অন্যান্য স্পটের তুলনায় দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। ১৬ ডিসেম্বর ছুটির দিনে করমজলের পাশাপাশি পর্যটক বেড়েছে হাড়বাড়িয়া, নীলকমল, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী ও আন্ধারমানিকসহ অন্য পর্যটন কেন্দ্রেও।’

বগুড়া থেকে সুন্দরবনে ঘুরতে আসা আসাদুল ও মো. আলী বলেন, ‘আগে কখনো সুন্দরবনে আসা হয়নি। বিজয় দিবসের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসে বনের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। বড় ছুটি পেলে আবারও ছুটে আসবো এখানে।’

পর্যটক বহনকারী বোটচালক মো. বাদল হাওলাদার বলেন, ‘অন্য দিনের তুলনায় ১৬ ডিসেম্বরের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক এসেছেন এখানে। এতে আমাদের রোজগারও ভালো হয়েছে।’

সারাবাংলা/এমও

করমজল টপ নিউজ সুন্দরবন


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর