Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে উন্মুক্ত ছিল নৌবাহিনীর যুদ্ধজাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮

চট্টগ্রাম ব্যুরো: মহান বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। শনিবার (১৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবস উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ ঢাকা সদর ঘাট, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম নেভাল জেটি, বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, দিগরাজ মোংলা নেভাল জেটি, বিআইডব্লিউটিএ ঘাট বরিশাল এবং পায়রা বন্দর পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

উন্মুক্ত নৌবাহিনী বিজয় দিবস যুদ্ধজাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর