Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ং-লাথামে বাংলাদেশকে বড় টার্গেট দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:১৯

ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্রয়ের পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ডানেডিনে পা রেখেছিল বাংলাদেশ। বৃষ্টিভেজা দিনে প্রথম ম্যাচে বোলিং নেমে কিউইদের বাগে পেয়েও শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় খুব একটা সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। উইল ইয়ংয়ের দারুণ এক সেঞ্চুরি ও টম লাথামের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেটে ২৩৯ রানের বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩০ ওভারে ২৪৫ রান।

বিজ্ঞাপন

ডানেডিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। প্রথম ওভারে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে চালকের আসনে বসে বাংলাদেশ। চতুর্থ বলেই রাচিন রবীন্দ্রকে ফেরান শরিফুল। রাচিন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে রাচিন ফিরেছেন কোন রান না করেই। ওভারের শেষ বলে হেনরি নিকলসকেও শুন্য রানে ফিরিয়েছেন শরিফুল, বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। প্রথম ওভার শেষেই ৫ রানে দুই উইকেট হারিয়ে ধুকছিল নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

পরের গল্পটা শুধুই ইয়ং ও লাথামের। শুরুর ধাক্কাটা দুজন ভালোভাবেই সামলে উঠেছেন। মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজদের উইকেট নেওয়ার কোনও সুযোগই দেননি এই দুই ব্যাটার। তৃতীয়বার বৃষ্টি বাগড়া দেওয়ার আগেই হাফ সেঞ্চুরি পূরণ করেন লাথাম। বৃষ্টির পর খেলা শুরু হলে ফিফটি পান ইয়ংও। ২০ তম ওভার থেকেই মূলত আগ্রাসী ব্যাটিং শুরু করেন লাথাম-ইয়ং জুটি। ইনিংসের শেষ ১০ ওভারে এসেছে ১১১ রান।

সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরেছেন লাথাম। ৭৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় লাথাম ফিরেছেন ৯২ রানে। মিরাজকে মারতে গিয়ে বোল্ড হয়েছে লাথাম। লাথাম সেঞ্চুরি না পেলেও নিজের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়ং। ১৪ রান ও ৪ ছক্কায় ৮৪ বলে ইয়ং করেছেন ১০৫ রান। শেষ পর্যন্ত রান আউট হয়ে ডাগআউটে ফিরতে হয়েছে তাকে। ততক্ষণে ২০০ পেরিয়েছে দলের স্কোর। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ২০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩০ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান তোলে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রানে ২ উইকেট নিয়েছেন শরিফুল, একটি উইকেট পেয়েছেন মিরাজ। বাকি চার উইকেট এসেছে রান আউট থেকে।

 

সারাবাংলা/এফএম

ওয়ানডে ক্রিকেট টপ নিউজ ট্ম লাথাম নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর