Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হওয়া আসনে নৌকা প্রত্যাহার হবে: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৫৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলোতে নৌকার প্রার্থীদের প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু আসনে তো আমাদের নৌকা প্রত্যাহারের বিষয় আছে। আমরা যেসব আসনে সমঝোতা করব সেখানে নৌকা আমাদের প্রত্যাহার করতে হবে, নীতিগতভাবে।

তিনি আরও বলেন, যতটুকু জানি আমাদের পক্ষ থেকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক আসনে আপস মীমাংসা বা সমঝোতায় পৌঁছাতে পারি। সেটার একটা ধারণা জাতীয় পার্টিকে দিয়েছি। জাতীয় পার্টির নিজস্ব চাওয়া পাওয়া আছে। তারা তো আমাদের কাছে চাইবে। চাওয়া-পাওয়া তে বড় হতেই পারে। চাওয়া তো ছোট হতে পারে না। কিন্তু আমাদের সামর্থ্য কতটুকু আছে সেটা আমরা যখন বসি সেটাও আমাদের ভাবতে হয়। আমাদেরও একোমোডেশনের ব্যাপার আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অপেক্ষা করুন আজ চারটার মধ্যে সব ফাইনাল হয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/আইই

আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর