Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দল ও জাতীয় পার্টিকে ৩২ আসনে আওয়ামী লীগের ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৯

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিকে মোট ৩২টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টি পেয়েছে ২৬টি আসন ও ১৪ দলীয় জোটের শরিকরা পেয়েছেন ৬টি আসন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

১৪ দলের ৬ আসনের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দুইটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি, জাতীয় পার্টি জেপি একটি আসন পেল।

তিনি জানান, শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ ২৯৮ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। সেখান থেকে পাঁচটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। বাকি থাকল ২৯৩টি আসন।

 

 

সারাবাংলা/জিএস/একে

আওয়ামী লীগ জাতীয় পার্টি জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর