স্বপ্ন সুপার শপকে ১০ লাখ টাকা জরিমানা
২০ মে ২০১৮ ১৮:২২ | আপডেট: ২০ মে ২০১৮ ১৮:২৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর অভিজাত এলাকা বনানীতে স্বপ্ন সুপার শপকে ১০ লাখ জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও দাম বেশি রাখার জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
রোববার (২০ মে) সকাল ১১টায় অভিযান শুরু হয়ে দুপুর ২টা পর্ন্ত এ অভিযান চলে। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
সারওয়ার আলম বলেন, ‘স্বপ্ন সুপারশপের বনানী আউটলেটে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কিছু কোমল পানীয়র বোতলের গায়ে মেয়াদ শেষ হলেও নতুন করে মেয়াদের তারিখ লাগিয়ে বিক্রি করা হয়। আমরা এর প্রমাণও পেয়েছি। তাছাড়া দুধ বা জুসের প্যাকেটের গায়ে লেখা মেয়াদ শেষ হলেও তা বিক্রি করা হচ্ছে।’
অভিযানের সময় দেখা যায়, ‘গরুর মাংসের দাম ৪৫০ টাকা বেঁধে দেওয়া হলেও স্বপ্ন বিক্রি করছিল ৫৫০ টাকা। একটি পণ্য পাওয়া যায়, যার গায়ে ৯৮ টাকা লেখা আছে অথচ ওই পণ্যটি ১৬৭ টাকায় বিক্রি করা হচ্ছে। এক ব্যক্তি ১০ কেজি পেঁয়াজ কিনেছেন, তা অন্য জায়গায় মেপে দেখেন তাতে ২০০ গ্রাম পেঁয়াজ নেই।’
সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং দাম বেশি নেওয়ার অভিযোগে স্বপ্ন সুপার শপের বনানী আউটলেটের ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওইসব পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
সারাবাংলা/ইউজে/একে