উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষত। এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির ক্ষেপণাস্ত্র। এ নিয়ে উত্তর কোরিয়া ১২ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য জানিয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে উত্তর কোরিয়া একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পড়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। সেটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে।
জাপানের কোস্টগার্ড প্রাথমিকভাবে জানায়, সন্দেহভাজন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের এক ঘণ্টা পর হোক্কাইডো দ্বীপের পশ্চিম দিকের সাগরে গিয়ে পড়ে।
অন্যদিকে জাপানের সংসদীয় প্রতিরক্ষা উপমন্ত্রী শিঙ্গো মিয়াকে সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি আইসিবিএম শ্রেণির ক্ষেপণাস্ত্র, যার পরিসীমা ১৫ হাজার কিলোমিটারের বেশি।