Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জে তিনটি আসনে ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহানা আকতার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-১ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মানিকগঞ্জ-১ আসনে মোট চার জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল), জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল),

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মোনায়েম খান (নোঙ্গর), গণফ্রন্টের প্রার্থী মো. শাহজাহান খান (মাছ), প্রতীক পেয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী রয়েছে মোট ১০ জন। এখানে স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি রয়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির এ কে নাহিদ (একতারা), কৃষক শ্রমিক জনতা লীগ-এর প্রার্থী তানভীর হাসান (গামছা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু (ট্রাক), স্বতন্ত্র আরেক প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), বাংলাদেশ তরীকত ফেডারেশন এর প্রার্থী ফেরদৌস আহমেদ (ফুলের মালা), স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (কেটলি), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: জাকির হোসেন (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ (ঈগল প্রতীক পেয়েছে)।

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থী রয়েছেন মোট ছয়জন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর