Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক পেলেন খাগড়াছড়ির ৪ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২২:৩৮

খাগড়াছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী উশেপ্রু মারমা সোনালী আঁশ প্রতীক এবং ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মোস্তফা আম প্রতীক পেয়েছেন।

এ সময় প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।

উপস্থিত প্রার্থী ও বিভিন্ন দলের সমর্থকদের উদ্দেশ্য রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে সবার সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।’

নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচার চালিয়ে যেতে সবাইকে রাখার অনুরোধ জানান।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩৪৬ জন। এর মধ্যে ২ লাখ ৬২ হাজার ৬১ জন পুরুষ। এবং ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন মহিলা ভোটার।

সারাবাংলা/একে

খাগড়াছড়ি জাতীয়-নির্বাচন প্রতীক বরাদ্দ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর