Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক পেলেন সাতক্ষীরার ৪ আসনের ৩০ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২৩:১১

সাতক্ষীরা: উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩০ প্রার্থীর মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

জেলার চারটি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, বিএনএম, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ‘আজ থেকে প্রার্থীরা নির্বাচনি আচারণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তার প্রার্থিতা বাতিলও হতে পারে।’

সারাবাংলা/পিটিএম

প্রতীক বরাদ্দ সাতক্ষীরা


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর