Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২৩:১৮

চাঁপাইনবাবগঞ্জ: জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নৌকা (আ.লীগ) সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি (স্বতন্ত্র), সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক (স্বতন্ত্র), অধ্যাপক আফজাল হোসেন লাঙ্গল (জাতীয় পার্টি), নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন (বিএনএফ), মো. শামসুল হোদা মোমবাতি (ইসলামী ফ্রন্ট) ও আব্দুল হালিম পেয়েছেন আম (এনপিপি) প্রতীক।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান নৌকা (আ.লীগ), সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল পাখি (স্বতন্ত্র), আজিজুর রহমান টেলিভিশন (বিএনএফ), অ্যাড. আব্দুর রশীদ লাঙ্গল (জাতীয় পার্টি) ও আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ডাব (বাংলাদেশ কনগ্রেস) প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ নৌকা (আ.লীগ), মাওলানা আব্দুল মতিন নোঙর (বিএনএম), কামরুজ্জামান খান টেলিভিশন (বিএনএফ) ও নাহিদ আহমেদ পেয়েছেন আম (এনপিপি) প্রতীক।

উল্লেখ্য, জেলার তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

সারাবাংলা/পিটিএম

চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর