Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ঝড়ে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে শক্তিশালী ঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। এই দুই রাজ্যে দুই জন ও দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা সিএনএন’র খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৮৯ বছরের এক ব্যক্তি রয়েছেন। ভারী বৃষ্টিপাতে ধসে পড়া একটি গাছের নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চির বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

এ ছাড়া দেশটির প্রায় ৭ লাখ ৩০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্র শক্তিশালী ঝড়

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর