Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটিকে ক্লাব বিশ্বকাপ জিতিয়ে ‘চক্র পূরণ’ করতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৪

তিনি ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর বদলে গিয়েছে ক্লাবের চালচিত্র। গত ৭ বছরে প্রিমিয়ার লিগ তো বটেই, পেপ গার্দিওলা সিটিকে এনে দিয়েছেন বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগও। প্রায় সব শিরোপা জিতলেও এখন পর্যন্ত সিটির হয়ে ক্লাব বিশ্বকাপটা পাওয়া হয়নি গার্দিওলার। এবারের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে পেপ বলছেন, শিরোপা জিতে চক্রটা পূরণ করতে চান তিনি।

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ সবই জেতা হয়েছে গার্দিওলার। তবে এত বছরে একবারও ক্লাব বিশ্বকাপ জিততে পারেননি তিনি। গার্দিওলার আশা, এবার সেই আক্ষেপটা ঘুচবে, ‘আমরা এই শিরোপাটা জিততে চাই। এই একটি ট্রফিই আমাদের নেই। একটা চক্র পূরণের ব্যাপার আছে। হয়তো আমরা এই সুযোগ আর পাব না, হয়তো পাব। প্রিমিয়ার লিগে প্রতি তিনদিন পর একটা ম্যাচ থাকে। এখানে পরিস্থিতি একটু আলাদা। দলের সবাই এমন টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে চাইবে।’

বিজ্ঞাপন

এবারের ক্লাব বিশ্বকাপের আসর বসেছে সৌদিতে। তুলনামূলক শীতল আবহাওয়া থাকায় স্বস্তিতে আছেন গার্দিওলা, ‘এখানে এমন আবহাওয়া পাওয়াটা স্বপ্নের ব্যাপার। ডিসেম্বরে খেলাটা পড়েছে বলেই এমন দারুণ আবহাওয়া পেয়েছি। টুর্নামেন্টটা যথেষ্ট কঠিন, একটু অন্যরকমও। প্রিমিয়ার লিগের খেলা থেকে অনেকটাই আলাদা।’

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের সূচি। এমন বড় পরিসরের টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত হলেও অতিরিক্ত খেলার ধকল নিয়ে কিছুটা চিন্তিত গার্দিওলা, ‘ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে ক্লাবগুলোও একমত। আমিও ক্লাবের একটা অংশ। আমিও চাই এমন টুর্নামেন্ট হোক। তবে দুই মৌসুমের মাঝে এত ফুটবলের ধকল কীভাবে ফুটবলাররা সহ্য করবে এটাই ভাবছি।’

বিজ্ঞাপন

আজ জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে জাপানের ক্লাব উরাওা রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এরই মাঝে ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম

ক্লাব বিশ্বকাপ পেপ গার্দিওলা ফুটবল ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর