ঢাকা: ঘনিয়ে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। টানা চতুর্থ মেয়াদে গঠনের লক্ষ্যে শরিক-মিত্রদের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। প্রতিবারের ন্যায় এবারও সিলেটে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ ছাড়া আরও কয়েকটি জেলায় নির্বাচনি প্রচারে অংশ নেবেন তিনি। আগামীকাল ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সেল থেকে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভা করবেন।