Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি নেতাদের বাড়িঘর টার্গেট করতে বাধ্য হব’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:২৩

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির নেতাকর্মীরা আগুন সন্ত্রাস চলমান রাখলে তাদের বাড়িঘর, দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এ কথা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি নামক ধান্দাবাজদের দলটি এখন গুপ্ত সংগঠনে পরিণত হয়েছে। হরতাল ও অবরোধের নামে গুপ্তঘাতক বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিবহন, ট্রেন ও সরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছে। এমনকি আগুনে পুড়িয়ে মানুষ হত্যাও শুরু করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির শেষ রক্ষা হবে না। বিএনপিওয়ালাদের বাড়ি ঘর-দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা আমরা তৈরি করে রেখেছি। তারা যদি আগুন সন্ত্রাস চলমান রাখে তাহলে তাদের বাড়িঘর দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা টার্গেট করতে বাধ্য হব।’

‘বিএনপির গুপ্ত ঘাতকরা যারা অগ্নিসন্ত্রাস করছে, পাড়া-মহল্লায় তল্লাশি চালিয়ে তাদের খুঁজে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ্দ করা হবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমেরিকা ও পশ্চিমা বিশ্বের যে দেশগুলো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় এবং মানবাধিকার ও স্বাধীন মত প্রকাশের দোহাই দিয়ে প্রশ্ন তুলেছে তাদেরকেও একটি পাল্টা প্রশ্ন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন ভূমিতে মার্কিন ও পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ ইন্ধনে যে নজিরবিহীন গণহত্যা চলছে সে ব্যাপারে জাতিসংঘ উৎকণ্ঠিত এবং জাতিসংঘের মহাসচিব মন্তব্য করেছেন যে, জাতিসংঘ এখন মুণ্ডহীন ধড়। তাই আক্কেল-শরম থাকলে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব নিজেরাই কালো পর্দা দিয়ে নিজের মুখ ঢেকে দেওয়া উচিত। সভ্য দেশ বলে কথিত এ দেশগুলো অসভ্য, বর্বর ও মধ্যযুগীয় পিশাচ।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিজয়ের মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনি হাওয়া নৌকার পালে লেগেছে। এ নৌকা উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে এবং শেখ হাসিনার কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে জাতিকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার পতনের নামে যে আন্দোলনটি শুরু করেছিল তার যবনিকাপাত ঘটেছে এবং নিজেরা নিজেদের পতন নিশ্চিত করেছে। এখন বিএনপি নামক দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

বিজয় র‌্যালিটি লালদীঘির মাঠ থেকে শুরু হয়ে বক্সিরহাট, আন্দরকিল্লা, সিটি করপোরেশন চত্বর হয়ে মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‍্যালিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর