।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪১ দিন ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
রোববার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রোববার (২০ মে) থেকে আগামী ২৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ২৯ ও ৩০ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়র প্রশাসনিক কার্যক্রম ১৩ জুন (বুধবার) থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২১ জুন (বৃহস্পতিবার) থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
সারাবাংলা/আরএন/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook