ঢাকা: স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের অঙ্গীকারে ঢাকা-১৩ সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনি গণসংযোগ ও প্রচার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়া এলাকায় নৌকা প্রতীকের নির্বাচন প্রচার কমিটির নেতাকর্মীরা এই গণসংযোগে অংশ নেয়। এ সময় তারা ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাটে লিফলেট বিতরণ করে এবং নৌকায় ভোট প্রার্থনা করেন।
সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে ভোট চান নেতাকর্মীরা। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের অঙ্গীকারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তিনি এবার ঢাকা-১৩ আসনের এলাকাকে একটি আবাসিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচনি প্রচারে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম মিজানুর রহমান জনি, মিজানুর রহমান মিজান, সাইদুল ইসলাম লাকি, কপিল হালদার সজলসহ স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।