Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৭

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সিলেট গিয়ে হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এরপর তিনি হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানেও তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ স্লোগান ও হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে মাজারে যাওয়ার পথে স্বাগত জানায়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকেল ৩টায় জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/ইআ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত সিলেট

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর