Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতি-শনিবার গণসংযোগ, রোববার অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৬:৪২

ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তির এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে দলটির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে, দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসহযোগ আন্দোলনের ডাক দেন তিনি।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের একদফা দাবিতে এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) গণসংযোগ এবং একই দাবিতে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন- অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

এর আগে দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী অসহযোগের ডাক দিয়ে বলেন, ‘যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না বলেই আমরা আজ এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

৭ জানুয়ারির ভোট বর্জন, ভোটগ্রহণে দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান রিজভী। বলেন, ‘ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর