Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু


২০ মে ২০১৮ ২১:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মেরাদিয়া ঝিলপাড়ে ১০ কেজি গাঁজা নিয়ে মাদকবিক্রেতা অপেক্ষা করছে। গাঁজা কিনতে আসার কথা মাদকসেবীদের- পুলিশের কাছে এমন তথ্য এসেছিল আগেই। যথা সময়ে অভিযান চালায় পুলিশ।

জনি, সুমন এবং আরও একজনকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। রোববার (২০ মে) রাত ২টা দিকে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, অভিযানের সময় আরও এক ব্যক্তি উপস্থিত ছিলেন। পালানোর সময় ঝিলে পড়ে যান।

রোববার (২০ মে) বিকেলে ওই ব্যক্তিকে আটক করতে পুলিশ ফের অভিযান চালায়। ঝিল থেকেই হারুন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সারাবাংলাকে জানান, আটক তিনজন জানিয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঝিলের পানিতে পড়ে যান হারুন নামে ওই ব্যক্তি। তাতেই তার মৃত্যু হয়।

বিষয়টি হত্যা কি না তা খতিয়ে দেখছি আমরা, বলেন মশিউর রহমান।

সারাবাংলা/এসআর/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর