Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ২ এমপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৭

টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছোট মনির এবং স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

টাঙ্গাইল-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি দুই প্রার্থীকে এই নোটিশ দেয়। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু তার নির্বাচনী এলাকা গণসংযোগ করার জন্য ভূঞাপুর পৌর শহরের দারোগ আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স কার্যালয় সৌজন্যে সাক্ষাতের জন্য বসেন। তার প্রচারের খবর পেয়ে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনিরের কর্মীরা ওই কার্যালয়ে হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ করে অফিসের জানালার গ্লাস ভেঙে দেয়। এছাড়াও অফিসের নিচে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে ঘটনার দিন বিকালেই প্রধান নির্বাচন কমিশন টাঙ্গাইল বরাবর অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। অভিযোগ আমলে নিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছোট মনিরকে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটে নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনন লিখিত অভিযোগ করেন, গত ১৯ ডিসেম্বর বিকালে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর সমর্থিতরা ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কেন্দ্র খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। এই অভিযোগ আমলে নিয়ে গতকাল বুধবার সকাল ১১টা নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ভূঞাপুর-গোপালপুরে গত বুধবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনির ও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর কাছে ব্যাখা চেয়ে গত বৃহস্পতিবার তলব করা হয়েছে। এসব এলাকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এনএস

টাঙ্গাইল-২ আসন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর