Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে


২৭ নভেম্বর ২০১৭ ১২:৪৬

সারাবাংলা প্রতিবেদক

রাজধানীর পল্টন থানার নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুই মামলায় আটদিনের রিমান্ড শেষে আকরামুলকে আদালতে হাজির করেন কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার দুই তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর আকরামুলকে পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় পাঁচদিন এবং একই থানায় দায়ের করা পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মতিঝিল থানার নাশকতার আরেক মামলায় আকরামুল হকের ১০ দিনের রিমান্ড আবেদনে করেন মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই শফিকুল ইসলাম। আগামী ৩০ নভেম্বর এ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে গত ১৭ নভেম্বর পল্টন  মোড় থেকে আকরামুল হককে ডিবি পুলিশ গ্রেফতার করে।

এআই/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর