বিদ্যুতের তারে টিয়া পাখি, উদ্ধারে গিয়ে রবিনহুডের ৩ সদস্য দগ্ধ
২১ ডিসেম্বর ২০২৩ ২২:১১
ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে বিদ্যুতের তারে আটকে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে রবিনহুড দ্য অ্যানিম্যাল রেসকিউ সোসাইটির তিন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন আতিকুর রহমান (৪৫) ও শফিকুর রহমান (২৮), রুপক (২০)।
রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান জানান, তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পড়া পশুপাখি উদ্ধারের কাজ করেন। বিকেলে মুঠোফোনে খবর পান হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে গেছে। আমরা পাখিটি উদ্ধার করতে তারা ঘটনাস্থলে যান।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তারা তিনতলা একটি বাড়ির ছাদে ওঠেন। উদ্ধারকর্মী আতিক হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যান। লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। আতিকের শরীরের ৮ শতাংশ, শফিকের ৯০ শতাংশ, ও রুপকের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে