রূপগঞ্জের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অন্যরা অপপ্রচার চালাচ্ছে: গাজী
২১ ডিসেম্বর ২০২৩ ২৩:১৭
নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, রূপগঞ্জে বিগত সময়গুলোতে আমি ব্যাপক উন্নয়ন করেছি। রূপগঞ্জের উন্নয়ন হয়েছে বলেই ভোটের মাঠে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি মনে করি, ৯৫ শতাংশ মানুষ আমার পক্ষে রয়েছে। আমার বিরুদ্ধে কথা বলে নানা অপপ্রচার চালানোটাই এখন প্রতিপক্ষ প্রার্থীর পুঁজি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে গণসংযোগ চলাকালীন এ সব কথা বলেন।
৭ জানুয়ারির নির্বাচনে রূপগঞ্জের ভোটাররা নৌকা মার্কার পক্ষে ও উন্নয়নের পক্ষে ভোট দেবেন বলে আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
এদিন কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জে বিগত সময়গুলোতে অন্য প্রার্থীরা কোনো উন্নয়নের কাজে আসেননি। তাই তাদের কোনো জনসমর্থন নেই। এমনকি তাদের সঙ্গে নিজস্ব কর্মীও নেই। গণমাধ্যমে তাই নানা বিভ্রান্তিকর কথা বলে বেড়াচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতিপক্ষরা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন কোম্পানির এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং ওইসব কোম্পানির টাকা হজম করার জন্য বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে।’
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘মানুষ এসব অপপ্রচারে কান দিচ্ছে না। তারা উন্নয়নে বিশ্বাস করে। পনের বছরের এত উন্নয়ন দেখেই তারা নৌকায় ভোট দিয়ে আমাকে ফের বিজয়ী করবে বলে বিশ্বাস করি।’
এদিন কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া আলোচনায়ও অংশ নেন গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনি প্রচারে অংশ নেন।
আরও পড়ুন
গাজীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন তৈমুর
ফের সেরা করদাতা গোলাম দস্তগীর গাজী ও গোলাম মূর্তজা
রূপগঞ্জে গাজীর বিকল্প কেবল গাজী-ই
পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর মিথ্যাচার করছেন: গোলাম দস্তগীর গাজী
সারাবাংলা/এসবি/একে
আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন