ভোটের প্রস্তুতিতে সাতক্ষীরায় আ.লীগ-জাপা যৌথ সভা
২২ ডিসেম্বর ২০২৩ ০১:২০
সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি নিতে সাতক্ষীরা সদরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সদরের সাতক্ষীরা-২ আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মধ্যে সমঝোতা হয়েছে। দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে আসনটি জাপাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের লেকভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সাতক্ষীরা-২ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। নৌকা প্রতীকে তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। পরে এই আসনটি সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টির (জাপা) জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জাপার মো. আশরাফুজ্জামানকে আসনটি ছেড়ে দেওয়ায় বাবু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
আসাদুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় বৃহত্তর স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করেছি। দলীয় সভাপতি যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এখন তার নির্দেশেই কর্মী-সমর্থকদের নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করব।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক ও জার্তীয় পার্টি সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশু, আওয়ামী লীগ নেতা এস এম শওকত হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।
সারাবাংলা/টিআর
আওয়ামী লীগ আসন সমঝোতা জাতীয় পার্টি যৌথ সভা সাতক্ষীরা সদর সাতক্ষীরা-২