নওগাঁ: জেলার পোরশা উপজেলায় নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল জানান, গভীর রাত পর্যন্ত ওই ক্যাম্পে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠক শেষ করে স্থানীয় নেতাকর্মীরা বাড়িতে চলে যায়। এরপর আজ ভোর রাতের দিকে কে বা কারা ক্যাম্পের জানালা দিয়ে আগুন ছুড়ে মারে।
এতে ওই ক্যাম্পের পোস্টার, ব্যানার ও ছামিআনা পুড়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান মোফাজ্জল।
এ বিষয়ে ওসি আতিয়ার রহমান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।