Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত যাচ্ছে খেলাঘরের ১৬ সদস্যের প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৭:৪১

ঢাকা: সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন ‘সব পেয়েছি’র আসরের ৬৪তম বার্ষিক ক্যাম্পে যোগ দিতে ভারত যাচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর কর্ণধার ও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য ওসমান গনী।

বক্তব্য দেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, সংগঠক ড. শাহাদাৎ হোসেন নিপু, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, অনিকেত আচার্য, ইকবাল চৌধুরী, মেঘলা, রফিকুজ্জামান নয়ন প্রমুখ।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পটি শেষ হবে থেকে ৩০ ডিসেম্বর।

খেলাঘরের পক্ষে টিমের নেতৃত্ব দেবেন প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী। সহ-টিম লিডারের দায়িত্বে আছেন প্রবীর সাহা। টিম সদস্যদের মধ্যে রয়েছেন-গোবিন্দ বাগচি, সুজন মজুমদার, মুক্তা রানী ঠাকুর, শাহানা ফেরদৌসী লাকি, শামীম শিকদার, রুবায়েতুল ইসলাম প্রীতম, সুস্মিত সাইফ আহমেদ, শেখ তামিম মজিদ, কুলসুম আক্তার, অর্নামনি মজুমদার, এরিনা আক্তার, অবন্তিকা রায়, জেরিন তাসনিম রাইসা, চন্দ্রিমা বনিক।

আগামী ২ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর