Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩ ০৮:১০

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানের আটকে দিয়েছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে খুব সহজেই এই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ৩৫ ওভার বাকি থাকতেই ৯ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে শান্তর দল। রঙিন পোশাকের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম জয়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে ১৮টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলে প্রতিটিতেই হারতে হয়েছিল বাংলাদেশ। আজকের ঐতিহাসিক জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতেছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশের জয়ে সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে জয়ের কাজটা করে দিয়েছেন বাংলাদেশি বোলাররাই। শুরুর দিকে উইকেটে পেসাররা টার্ন পেয়েছেন, বাউন্স পেয়েছেন। বল অনেকটা টেনিস বলের মতো লাফিয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছেন বাংলাদেশি পেসাররা। মাত্র ৯৮ রানেই গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।

এরপর বাকি কাজটা দারুণভাবে শেষ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার চোখের সমস্যা নিয়ে উঠে গেলেও পরে সেই ঘাটতিটা বুঝতেই দেননি শান্ত-বিজয়। চোখে কী একটা সমস্যা অনুভব করছিলেন সৌম্য।

পানি দিয়ে ধুলে নিলেন একবার। পরে ড্রপও দেওয়া হলো। কিন্তু ঠিকভাবে তাকাতে পারছিলেন না। ফলে ১৬ বলে ৪ রানে অপরাজিত থাকা অবস্থায় উঠেই গেলেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-বিজয়ের ৫০ বলে ৬৯ রানের দুর্দান্ত এক জুটি।

বিজ্ঞাপন

আগের দুই ম্যাচে রান না পাওয়া শান্ত ক্রিজে এসেই দ্রুত রান তুলতে চেয়েছেন এবং পেরেছেনও। জয় থেকে দল যখন মাত্র ১৪ রান দুরে তখন এনামুল হক বিজয় কট বিহাইন্ড না হলে হয়তো দশ উইকেটের জয়ই পেতে পারত বাংলাদেশ।

১৫.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ৯৯ রান তুলে ফেলে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত তখন ৪২ বলে ৮টি চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত। বিজয় আউট হয়েছেন ৩৩ বলে ৭টি চারের সাহায্যে ৩৭ রান করে।

এর আগের রাজত্ব বাংলাদেশি পেসারদের। তরুণ তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম ৬৩ রানে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ উইকেট তুলে নেন। পরে দৃশ্যাপটে হাজির হন সৌম্য সরকার। দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশের চার পেসারের ঝড়ে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

২৬ রান করা উইল ইয়ং নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোরার।  বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ১৪ রানে, সৌম্য সরকার ১৮ রানে ও শরিফুল ইসলাম ২২ রানে তিনটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি অপর পেসার মোস্তাফিজুর রহমানের।

সারাবাংলা/এফএম/এসএইচএস

ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর