ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে প্রতীক বরাদ্দ দেওয়ার পর সারাদেশে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। তবে রাজধানীর ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি প্রচার জমে উঠলেও ঢাকা-১৩ আসনে মাঠে শুধু নৌকার প্রচার লক্ষ্য করা গেছে।
গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা-১৩ আসনের অলিগলি ছেয়ে আছে নৌকার পোস্টার। স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থীদের প্রচার দেখা যায়নি। এমনকি কোনো পোস্টারও চোখে পড়েনি।
ঢাকা-১৩ সংসদীয় আসন তিনটি থানার ৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাদেক খানকে সমর্থন না দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে প্রার্থী করেছে আওয়ামী লীগ।
এদিন দুপুরে শ্যামলী শিশুপল্লী জামে মসজিদের সামনে রুবেল নামে এক নৌকার কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা যায়। তিনি সারাবাংলাকে বলেন, ‘এই এলাকায় নৌকার পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটাররাও গত কয়েক বছরে এলাকায় উন্নয়নের কারণে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন বলে আশা করছি।’
এদিন বিকেলে মোহাম্মদ এলাকায় নৌকার পক্ষে একাধিক মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে নৌকার পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়। এ সময় মিছিলের অগ্রভাগে একাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখা গেছে।
সন্ধ্যায় শ্যামলী কাঁচাবাজার সংলগ্ন নৌকার প্রচার কেন্দ্রে মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫ নং ইউনিটের সভাপতি মো. রুস্তম আলীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে এ এলাকায় যে উন্নয়ন করেছে, সেই কারণে এবারও ঢাকা-১৩ সংসদীয় আসনটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। এজন্য আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর থানার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ভোটারদের আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।
তবে ঢাকা-১৩ আসনে অন্য দলের বা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে প্রচার এমনকি কোনো পোস্টারও চোখে পড়েনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানক ছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (বিআইএফ) মো. জাফর ইকবাল নাল্টু, স্বতন্ত্র প্রার্থী মো. শাহাবুদ্দিন ও মো. জাহাঙ্গীর কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা-১৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৭৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৮৮ জন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।