মানসিক অবসাদে ক্রিকেট থেকে বিরতি নিলেন কিশান
২৩ ডিসেম্বর ২০২৩ ১৪:১৫
আধুনিক ক্রিকেটে মাঠের ও মাঠের বাইরের নানা চাপ সামলেই এগিয়ে যেতে হয় ক্রিকেটারদের। এর মাঝেই অনেকে সেই চাপটা নিতে পারেন না, সাময়িকভাবে দূরে চলে যান খেলা থেকে। ভারতের উইকেটকিপার ইশান কিশানও সেরকম সময়ের মাঝে দিয়েই যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই মানসিক অবসাদের কারণে সাময়িকভাবে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কিশান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন কিশান। হঠাৎ করেই সিরিজ শুরুর কয়েকদিন আগে বিসিসিআই জানায়, কিশান ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে দেশে ফিরছেন। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট বলছে, মানসিক অবসাদই কিশানের এমন সরে যাওয়ার মূল কারণ। এই অবসাদ বেশ ভালোভাবেই ঘিরে ধরেছে তাকে। তাই সহসাই ক্রিকেটে ফিরবেন না কিশান।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দলের কাছে নিজের এই অবসাদের ব্যাপারটা তুলে ধরেছেন কিশান, ‘সে নিজের অবসাদের ব্যাপারটা টিম ম্যানেজমেন্টকে খুলে বলেছিল। সে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চাচ্ছে। এটার সাথে ম্যানেজমেন্ট সম্মতি জানিয়ে তাকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়েছে।’
এই বছরের জানুয়ারি থেকেই ভারতীয় দলের সাথে আছেন কিশান। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। বিশ্বকাপেও শুরুর দিকে সুযোগ পেলেও পরে আর একাদশে জায়গা হয়নি তার। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত সফর ও কম ম্যাচ খেলার কারণেই অবসাদে ভুগছেন কিশান।
সারাবাংলা/এফএম